নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শ্রীনগর উপজেলার মাশুরগাঁও ফেরিঘাট থেকে ঝুমুর হলের রাস্তার বেহাল অবস্থা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীনগর, লৌহজং উপজেলার হাজার হাজার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজরানী কমিউনিটি সেন্টার ও ইসলামী ব্যাংকের সামনে রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে মাশুরগাঁও, উত্তর পাইকসা, ফৈনপুর, কামারখোলা, কোলাপাড়া, গোয়ালী মান্দ্রা, সমষপুর, দোকাচ্ছিসহ আরো কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের।
অটোবাইক চালক সবুজ হোসেন বলেন, রাস্তার অবস্থা করুণ। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ির ক্ষতিসহ দূর্ঘটনার সম্মুখীনও হতে হচ্ছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দৈনিক মুন্সীগঞ্জের কাগজকে হারুন খান, আসলাম খান, মজিদ বেপারী ও সামসু শেখ বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়, পোস্ট অফিস, ব্যাংক, হাসপাতালসহ শ্রীনগর বাজারে চলাচল করে। একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলার অনুপযোগী হয়ে পড়ে। আমরা বর্তমান উন্নয়নবান্ধব সরকারের কাছে আবেদন জানাই, অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক।