নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন। গত শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার মিনা বাজারে পারিবারিক কবরস্থানে বাবা মা ও আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন আব্দুল্লাহ আল মামুন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ সোমবার তিনি মনোনয়ন ফরম জমা দিবেন বলে জানান।