নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিভলবারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সিরাজদিখান উপজেলার তেলিপাড়া গ্রামের তালেবর সরকারের পুত্র মো. সুমন মিয়া (৩২) ও সিরাজদিখান উপজেলার সুখের ঠিকানা এলাকার আসাদুজ্জামানের পুত্র আয়াত মাহবুব (৩৫)।
এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, উপজেলার রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলীর মোটরসাইকেল ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় একটি রিভলবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা ।
ইউপি সদস্য মেহের আলী জানান, গতকাল শনিবার বিকালে আমার নিজবাড়ি দক্ষিণ রাজানগর থেকে একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে আমার মোটরসাইকেলটি ছিনতাই করতে গেলে আমি টের পেয়ে যাই। আমাকে দেখে ওরা দ্রুত ওদের মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে আমিও আমার মোটরসাইকেল নিয়ে ওদের পিছনে ধাওয়া করি। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় তাদের আটক করে পুলিশে দেই।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম বলেন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল ওরা। ওদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।