বিনোদন ডেস্ক : তারকাদের প্রায়ই নানা ধরণের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এবার এমন পরিস্থিতির শিকার হয়েছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। সোমবার দিবাগত রাতে এক ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন ফারিয়া।
সেখান থেকে জানা যায়, এক নারীর ছবিতে এডিট করে শবনম ফারিয়ার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে। যা নিয়ে বেশ বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন অভিনেত্রী।
ফারিয়ার কথায়, এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!
অভিনেত্রী তার ওই পোস্টে আরও লেখেন, আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। শবনম ফারিয়া সেই পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন। আর তার পোস্টের মন্তব্যে নেটিজেনরা নানা কথা লিখে যাচ্ছেন। ফারিয়াও তার উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে।
২০১৮ সালে ছোট পর্দা পেরিয়ে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। সর্বশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। চলতি বছর একটি রিয়েলিটি শো এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা গেছে তাকে।