আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে দফায় দফায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনে আরও হামলা চালিয়েছে। সাদা শহরে দুই দফা হামলা এবং বারাত আল আনান জেলায় চার বার হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
এর আগে আল মাসিরাহ টিভি জানিয়েছে, রাজধানী সানার উত্তরে বানি আল হারিস জেলায় মার্কিন হামলায় শিশুসহ আটজন নিহত হয়েছে।
গত সপ্তাহেও ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
সেসময় হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, রাজধানী সানার ফারওয়া জেলায় একটি বাজার ও আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। তাছাড়া মারিব প্রদেশের রাজধানী মারিব শহর, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা ও হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদা প্রদেশেও হামলা চালানো হয়েছে।
গত ১৭ এপ্রিল ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরেও ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ৮০ জন। আহত হয় আরও ১৫০ জনের বেশি।
গত এক মাস ধরেই ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের দাবি, ইরান সমর্থিত হুথিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় তারা এই পদক্ষেপ নিচ্ছে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর সেখান থেকে ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতের শহরতলিতে হামলা চালিয়ে একটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
লেবাননের ইরানি দূতাবাস এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে এই হামলার মাধ্যমে ইসরায়েলের আগ্রাসন, অপরাধ এবং সন্ত্রাসের চরিত্র ফুটে উঠেছে।
ইয়েমেনে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আগের পোস্ট