নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে প্রায় কোটি টাকার মূল্যের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মোঃ সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)।
আনোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’ তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার থেকে নিউ বলেশ্বর নামক একটি এসি বাসে করে মাদকের একটি বড় চালান নিয়ে চারজন মাদক ব্যবসায়ী কেরানীগঞ্জ হয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ওঁৎ পেতে থাকে। টোল প্লাজার সামনে বাসটি থামিয়ে আভিযানিক দল তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ১১ লাখ ২১ হাজার টাকা মূল্যমানের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।’
র্যাব-১০ জানায়, জ্যোতি খাতুনের শরীরে শালীনভাবে তল্লাশি চালিয়ে হলুদ টেপে মোড়ানো তিনটি ব্যাগের মধ্যে ১৮৬টি এয়ারটাইট প্যাকেট থেকে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রানা বেগের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা এবং অন্য আসামিদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।