উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা চাই : উপজেলা নির্বাহী অফিসার
আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল্লাহ সফি, ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা চাই। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোন মূল্যে স্বাভাবিক রাখতে আমাদের সবাইকে স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই উপজেলাকে নিরাপদ রাখা সম্ভব।
সভায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ, নদীতে অবৈধ বালু উত্তোলন ও অবৈধ চুনা কারখানা বন্ধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, স্থল ও নৌপথে চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।