নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার সকাল দশটায় গজারিয়া উপজেলার কলেজ রোড এলাকায় মোজাম্মেল হুজুরের ভাড়াটিয়া মোঃ ফয়সাল (১৬) নামের এক কিশোর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফয়সাল বাউশিয়া ইউনিয়ন পোড়াচক বাউশিয়া গ্রামের মোহাম্মদ আলী আকবরের ছেলে। নিহতের মা নাজমা বেগম জানান, দুই ছেলে এক মেয়েকে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার তার ছেলে ৫০০ টাকা চেয়েছিল, তিনি তা দিতে পারেননি। গতকাল সকালে ৫০ টাকা চাইলে তিনি তা দিয়ে পাশের বাড়িতে চলে যান। সেখান থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখে তিনি খুলে দেখেন তার ছেলে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। ছেলেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গজারিয়া থানার এস আই মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিহতের মা নাজমা বেগম এবং প্রতিবেশীরা জানান, গজারিয়া উপজেলার আটটি এন জি ওকে প্রতি সপ্তাহে ৪৫০০ টাকা ঋণ পরিশোধ করতে হতো। তাদের উপার্জিত টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ত। অভাবের সংসারে প্রতিবেশীরা চাল-ডাল দিয়ে সহযোগিতা করত।