নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে বড় ভাটের চর গ্রামে নিজস্ব অর্থায়নে দুইশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন রুপালী ব্যাংক লিমিটেডের ডিজিএম ও ভাটের চর দে.এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডি’র নব-নির্বাচিত সভাপতি, রত্নগর্ভা মায়ের সন্তান মোঃ সাখাওয়াত হোসেন ও তার পরিবারের সদস্যরা। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য চাল ৫ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট ও নুডলস ১ প্যাকেটসহ নানান সামগ্রী।
গতকাল মঙ্গলবার বড় ভাটের চর গ্রামে তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাখাওয়াত হোসেনের ছোট ভাই সাবেক ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মোঃ সোহরাব হোসেন বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় তৃতীয় ধাপে গজারিয়া উপজেলাধীন টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটের চর গ্রামের ৯নং ওয়ার্ডে দুইশত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা এই এলাকার নিম্নআয়ের মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ মামুন-অর-রশীদ নয়ন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান সবুজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
গজারিয়ায় নিজস্ব অর্থায়নে দুইশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
আগের পোস্ট