নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলায় কর্মরত ৭ সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও একাধিক নারী নির্যাতনকারী স্বৈরাচার সরকারের দোসর ঘাতক দালাল নির্র্মূল কমিটির মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক, নারী ও সাংবাদিক নিপীড়নকারী এবং ভূমিদস্যু আখ্যায়িত করে মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও বাছির উদ্দিন জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক ও জজ কোট প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় মানববন্ধনে আব্দুল জলিল ও জাহাঙ্গীর হোসেন, মারধর ও ছিনতাইয়ের শিকার স্নেহা ইয়াসমিন অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে পেশি শক্তি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি-জমা দখল, একাধিক নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই উজ্জ্বল। সে তার সাংবাদিকতার প্রভাব খাটিয়ে একের পর এক অপকর্মে লিপ্ত থাকলেও সেসময় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কারণে আমরা কথা বলতে পারিনি। ৫ আগস্টের পরেও বিএনপির কিছু তথাকথিত নেতাদের প্রভাব খাটিয়ে আমাদের হুমকি দিয়ে আসছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পর্যন্ত পায়নি।
তারা আরো বলেন, মানিকপুরে তাদের জমি জোরপূর্বক দখলে নিয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের ক্ষমতা এতই বেশি ছিল যে, উজ্জ্বলের জাল সার্টিফিকেটের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় জেলার ৭ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ৪ জন জেল খাটেন এবং ৬ মাস ওই ৭ সাংবাদিককে পালিয়ে বেড়াতে হয়েছে। এসময় তারা অনতিবিলম্বে উজ্জ্বল ও জুয়েলকে আইন-শৃঙ্খলা কমিটি থেকে অপসারণ, প্রেসক্লাবের সদস্য পদ এবং উজ্জ্বল ও জুয়েলের ঠিকাদারি লাইসেন্স বাতিল করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও তাদের সহযোগী নাসির গংদের আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় মানববন্ধনে জমির মালিক জাহাঙ্গীর হোসেন, আব্দুল জলিল, মারধরের শিকার স্নেহা ইয়াসমিনসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।