নিজস্ব প্রতিবেদক : শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী মোঃ আব্দুল মতিন (৫৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক এমপিসহ ৩২০ জনের বিরুদ্ধে আদালতের আদেশের পরও মামলা রুজু করেনি পুলিশ।
গত শুক্রবার আদালতের নির্দেশের ১৫ দিন পেরিয়ে গেলেও মামলা রুজু করতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ আব্দুল মতিন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত আরশেদ আলীর ছেলে।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষি ব্যাংক মোড় ও থানারপুল এলাকা থেকে মানিকপুর এলাকার জেনারেল হাসপাতালের সড়কে ছাত্র-জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে দিনভর সংঘর্ষ হয়। এসময় কৃষি ব্যাংক মোড় এলাকায় বাম হাতের কব্জি ও আঙ্গুলে গুলিবিদ্ধ হন বিএনপি মতিন। গুলিতে তার বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে চূর্ণ হয়। এ ঘটনায় চলতি বছরের ২৭ মার্চ গুলিবিদ্ধ মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর ৩১০/২০২৫। মামলাটিতে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন ও আমিনুর রহমান হারুন শিকদারসহ ১৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরো ১০০-১৫০ জনকে আসামী করা হয়।
এদিকে, ওইদিনই আদালত মামলাটিকে এফআইআর হিসেবে গ্রহণ করতে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তথাপি নিদের্শের ১৫ দিন অতিবাহিত হলেও গত শুক্রবার পর্যন্ত থানা পুলিশ মামলাটি রুজু করেনি।
এ ব্যাপারে মামলার বাদী গুলিবিদ্ধ মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বলেন, এ পর্যন্ত মামলা রুজু করেনি। এমনকি আমার সঙ্গে পুলিশ কোনো প্রকার যোগাযোগ পর্যন্ত করেনি।
এ প্রসঙ্গে সদর থানার ওসি (তদন্ত) সজিব দে জানান, আদালতের আদেশের কপি পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে। এখনও থানায় আসেনি। আসলে মামলাটি গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।