স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ, অঘোষিত ফাইনাল। দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার এই ম্যাচে যে দল জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা। ট্রফি ঘরে তোলার লড়াইয়ে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলামের ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করেছে মোহামেডান। অর্থাৎ জিততে হলে আবাহনীকে করতে হবে ২৪১ রান।
মঙ্গলবার শেরে বাংলায় মোহামেডানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও তাওফিক খান তুষার। উদ্বোধনী জুটিতে ৫১ রান হলে আউট হন তুষার (১৮ বলে ১৬)। ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন রনিও (৪৭ বলে ৪৫)।
তিনে নামা আনিসুল ইসলাম উইকেটে থিতু হচ্ছিলেন। তবে বল নষ্ট করে ফেলেছেন অনেকগুলো। ৪২ বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে গেছেন। ৫৬ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন ফরহাদ হোসেন। ১২৪ রানে ৪ উইকেটে হারানোর পঞ্চম উইকেটে ৯০ রানের দারুণ এক জুটি করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। দু’জনই হাঁকান ফিফটি। বরাবর ৫০ রান করে আউট হন দু’জন।
৫০ রান করতে মাহমুদউল্লাহ খেলেন ৬২, আর আরিফুল ৫৭ বল। ডানহাতি আরিফুল আউট হওয়ার সময় (৪৭.৫ ওভারে) মোহামেডানের রান ছিল ২২৮ রান। শেষদিকে ভালো ফিনিশিং দিতে পারেননি সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদরা। ফলে মোহামেডানকে থামতে হয় ২৪০ রানেই। আবাহনীর হয়ে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মৃত্যুঞ্জয় চৌধুরী।