নিজস্ব প্রতিবেদক : ইতালি মুন্সীগঞ্জ-বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিঘীরপাড় বাজারে দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সংবর্ধনা প্রদান করেন।
এসময় মামুন মোল্লা বলেন, আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভাবতেও পারিনি যে, তারা আমাকে এভাবে সংবর্ধনা প্রদান করবে। আমি তাদের কাছে চির ঋণী হয়ে থাকলাম।
এসময় দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।