নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক জনসাধারণ।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুল আলিম, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিট অফিসার আব্দুর রহিম, আব্দুল্লাপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম, মোশারফ মাদবর, শাহ আলম, স্বাধীন সমাজ সংঘের সভাপতি ডাক্তার কামরুল হাসান রুবেল, পাইকপাড়া বিদ্যালয়ের অভিভাবক সদস্য দেলোয়ার শেখসহ অন্যান্যরা।
এসময় বক্তারা মাদকের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করেন। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে মাদক ব্যবসা ও মাদক সেবন প্রতিহত করার আহ্বান জানান। সেই সাথে মাদকের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান।
টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী জনসমাবেশ
আগের পোস্ট