নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে গত শুক্রবার দিবাগত রাতে ও গতকাল শনিবার সকালে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলেন- পায়েল বেপারী (২৪), আলিমুর রহমান (২৭) ও অজ্ঞাত পরিচয় এক যুবক।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শ্রীনগরের হাঁসাড়ায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। এসময় আহত হন তার সঙ্গী আবদুর রহমান (১৭)। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি আরও জানান, এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পায়েল বেপারী (২৪) নামের এক পথচারী নিহত হন। এসময় আহত হন আরও দুইজন।
অপরদিকে গতকাল শনিবার সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলা রেলস্টেশনের সামনে ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।