নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীবেষ্টিত জেলা মুন্সীগঞ্জ। এই জেলার বড় একটি অংশ জুড়েই রয়েছে পদ্মা নদী। জেলার টঙ্গীবাড়ী, লৌহজং ও শ্রীনগর উপজেলা ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। বর্তমানে জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও পদ্মা নদীতে থামানো যাচ্ছে না জাটকা ধরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া পুরাতন ঘাট, ওয়াসা, কবুতর খোলা, ভাগ্যকূল ও শিবচর সীমানায় জাটকা নিধন অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ লক্ষ ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জেলেদের নৌকা থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ২৫ কেজি জাটকা এতিমখানায় দান করে দেওয়া হয় ও আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে এই সময় জেলেরা জাটকা না ধরতে পারলেও ধরতে পারবেন ১০ ইঞ্চির বড় আকারের ইলিশ মাছ। ইলিশ মাছ ধরতে কোন বাধা নিষেধ নেই এই সময়ে।