নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১টায় বিদ্যালয়ের লাইব্রেরীতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবগঠিত সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শেখের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, আক্তার হোসেন মন্ডল, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন, সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন, সিনিয়র সাংবাদিক মোজাফফর হোসেন শেখ, আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মৃধা, সাধারণ সম্পাদক আবু জাফর দেওয়ান, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খাঁন বাবু, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন মাদবর, মোঃ সালাহউদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মৃধা, মোঃ রিপন শেখ, মোঃ দেলোয়ার শেখ প্রমুখ।