সাকিব আহম্মেদ বাপ্পি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুন্সীগঞ্জ শহর ছাত্রদল।
গতকাল সোমবার বিকেল ৫টায় জেলা বিএনপির অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট মোঃ রোমান হোসেন ও যুগ্ম আহ্বায়ক আশ্ররাফুল জামান অভির নেতৃত্বে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। এসময় উপস্থিত থেকে আরো বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম শুভ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাহমিদুর রশিদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানভির হোসেন জয়, ছাত্রদল নেতা প্রিমন, কাউসার, রাফি, পারভেজ, আকাশ প্রমুখ।
এসময় বক্তব্যে শহর ছাত্রদলের নেতৃবৃন্দ “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”,- এমন বিভিন্ন স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।