নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসী ও যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ আলমগীর হোসেনকে সভাপতি এবং নাজির মাহমুদ নয়নকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গেলো শনিবার রাতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের তিন রাস্তার মোড়ে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ কমিটি গঠন করা হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসে অবস্থানরত সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হাফেজ মোঃ নুরুল্লাহ, মোঃ মিঠুন আহমেদ ও হাফেজ মোঃ আনাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান, নিটুল মির্জা ও মামুন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, মোঃ সালাউদ্দিন দেওয়ান ও মোঃ জসিম শেখ, কোষাধ্যক্ষ মোঃ সোহেল মোল্লা, সহকারী কোষাধ্যক্ষ মোঃ মাহফুজ আহমেদ, দপ্তর সম্পাদক শাওন হাসনাত, প্রচার সম্পাদক মোঃ রাজু মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ বিল্লাল গাজী, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ শেখ, প্রবাসী কল্যাণ সম্পাদক খালেদ হাসান রাব্বি, সহকারী প্রবাসী সম্পাদক মোঃ রাসেল শেখ ও মোঃ আব্দুল মালেক, ক্রীড়া সম্পাদক মোঃ আহাদ মাঝি, সহকারী ক্রীড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পরিবেশ সম্পাদক ওমর ফারুক চয়ন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পলাশ, কৃষি সম্পাদক সাফওয়ান মিয়া, মৎস্য সম্পাদক বাহাউদ্দিন শেখ, আপ্যায়ন সম্পাদক শাহাদাত হোসেন জুম্মান, শিক্ষা সম্পাদক আনিসুর রহমান রোমান, অর্থ সম্পাদক মোঃ জাহিদ শেখ, পরিকল্পনা সম্পাদক মোঃ জাহিদ বেপারী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আখতার সামি, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সিফাত, আইটি সম্পাদক মোঃ রিফাত, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বাহাউদ্দিন। কমিটির উপদেষ্টামন্ডলীতে রয়েছেন- মামুনুর রশিদ মিন্টু, মোঃ ইয়াসিন শেখ ও মোঃ নাসির উদ্দিন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, প্রবাসী ও যুব
কল্যাণ সংগঠন প্রবাসী ও স্থানীয় যুবসমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং সমাজ উন্নয়ন, মানবিক সেবা ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখবে।