নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনে ইসরাইলিদের বর্বোরচিত গণহত্যা, হামলা বন্ধ ও সকল ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়। এসময় মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির প্রায় অর্ধশতাধিক সদস্য মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বর্বরতা, আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের নিরীহ শিশু-নারী-পুরুষদের গণহত্যা বন্ধে এবং ইসরাইলের পণ্য বয়কটের ঘোষণা দিয়ে ইসরায়েলদের অমানবিক ও অন্যায় কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান মোল্লার সহযোগিতায় এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিউদ্দিন আহমেদ, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম পারভেজ হিরা, অ্যাডভোকেট মোঃ আব্দুল আলিম, আইনজীবী সহকারী সমিতির উপদেষ্টা ও সিনিয়র সদস্য মোঃ রুহুল আমিন, আব্দুল মান্নান শেখ, আইনজীবী সহকারী সমিতির কার্যকরী সদস্য মোঃ শাহাবুদ্দিন ও সমিতির নিয়মিত সদস্য দীপন চন্দ্র দাস প্রমুখ।