স্পোর্টস ডেস্ক : অতিরিক্ত সময়ে জুলেস কুন্দের গোলের সুবাদে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জিতেছে বার্সেলোনা। সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ‘এল ক্লাসিকো’ ফাইনালে নিজেদের ৩২তম কোপা দেল রে ট্রফি জিতলো কাতালান জায়ান্টরা, আর হান্সি ফ্লিকের কোচিংয়ে এটি বার্সার প্রথম বড় শিরোপা।
প্রথমার্ধে পেদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পাউ কুবারসির চমৎকার ইন্টারসেপশন থেকে শুরু হওয়া আক্রমণে, লামিন ইয়ামাল বল ধরে এগিয়ে গিয়ে পেদ্রিকে পাস বাড়ান, যিনি দারুণভাবে বল জালে পাঠান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে বেঞ্চে থাকা কিলিয়ান এমবাপ্পেকে নামানো হয়, আর তিনিই ৭০ মিনিটে একটি ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান। সাত মিনিট পর, অরেলিয়েন চুয়ামেনি আর্দা গুলারের কর্নার থেকে হেডে গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন। কিন্তু বার্সেলোনা আবারও ঘুরে দাঁড়ায়। লামিন ইয়ামালের দারুণ লব পাস থেকে ফেরান তোরেস ৮৪ মিনিটে গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। সেখানে নিয়ন্ত্রণ নেয় বার্সা। লুকা মদ্রিচের এক ভুল পাস কাটিয়ে জুলেস কুন্দে দূরপাল্লার শটে গোল করে দলকে জয় এনে দেন। গোলের পর স্টেডিয়ামে উন্মাদনা ছড়িয়ে পড়ে।
ম্যাচের শেষদিকে উত্তেজনা আরও বাড়ে। রুডিগার এক বিতর্কিত পরিস্থিতিতে মাঠের বাইরে বসে থাকা অবস্থায় রেফারির দিকে কিছু ছুঁড়ে মারার অভিযোগে লাল কার্ড দেখেন।
ম্যাচের আগে রেফারিং নিয়ে রিয়ালের ক্ষোভ এবং ম্যাচের বিতর্কিত কিছু সিদ্ধান্তের ফলে উত্তাপ শেষ হয়নি। মে মাসে আবারও লা লিগায় মুখোমুখি হবে এই দুই দল, যেখানে শিরোপা ভাগ্যও নির্ধারিত হতে পারে।