স্বপ্না আক্তার রাকা : বর্ষা মৌসুমে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাট-বাজারগুলোতে দেশীয় মাছের সরবরাহ বেড়ে গেছে। খাল-বিল এবং গ্রামের জলাশয় থেকে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির দেশি মাছ ধরা পড়ছে। এতে বাজারে দেশীয় মাছের প্রাচুর্য যেমন দেখা যাচ্ছে, তেমনি কিছু মাছের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে।
শ্রীনগরের বাজারগুলোতে এখন পাওয়া যাচ্ছে পুঁটি, টেংরা, শিং, মাগুর, কৈ, চিংড়ি, বেলে, টাকি, গজার, চেলা, বোয়াল, গলদা, সোনালি চিংড়ি, চান্দা, বাইম, রিঠা, ফলি, ঢেলা, ঢেউটাসহ নানা রকম দেশীয় মাছ। এর মধ্যে সবচেয়ে বেশি সরবরাহ দেখা যাচ্ছে পদ্মার চিংড়ি, পুঁটি ও টেংরা মাছের।
স্থানীয় জেলেরা জানান, বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাছের আকাল দূর হয়েছে। শিকারিরা প্রতিদিন ভোরে মাছ ধরতে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরছেন। বাজারে মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বড় সাইজের গলদা ও বোয়াল মাছের দাম এখনো বেশি।
শ্রীনগর বাজারের মাছ ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, এই মৌসুমে দেশি মাছের চাহিদা অনেক। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। তবে এখনো বড় মাছের দাম বেশি।
বাজারের এক ক্রেতা কামাল হোসেন বলেন, বাজারে দেশি মাছের দেখা পেয়ে খুশি হয়েছি। ছোট মাছের স্বাদই আলাদা। আগে যে মাছ ৪০০ টাকায় কিনতাম, এখন সেটা ২৫০-৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।
শ্রীনগরের বিভিন্ন হাটে মাছের চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় জেলেরা খুশি। তারা মনে করছেন, পরিবেশ অনুকূলে থাকলে বর্ষা শেষে আরও বেশি দেশীয় মাছের প্রাচুর্য দেখা যাবে।
এদিকে, বাজারে দেশীয় মাছের সরবরাহ বাড়লেও, মৎস্য দপ্তরের তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা চান, মাছের সঠিক দামে বিক্রি এবং সংরক্ষণের বিষয়টি নিয়মিত তদারকি করা হোক।