নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক হিরা। নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ বিপ্লব হাসান। গত শনিবার রাত সাড়ে ৯টায় ভার্চ্যুয়াল মাধ্যমে বার্ষিক সভা ও নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়াল সভায় উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটি ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ সোহেল রানা, সামিয়া শারমিন লিপি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইমন শেখ, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল আলম, প্রচার সম্পাদক মোঃ আদনান, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক লিখন, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ মানিক শেখ, রিফাত তালুকদার ও রাফি সরকার।
২০১৮ সালে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। মুন্সীগঞ্জ জেলাব্যাপী মাধ্যমিক পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্প, রক্তের সন্ধান, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে। এর মধ্যে ১০ টাকা কেজি গরুর মাংস বিক্রি ও ১০ টাকার ইফতার বাজারের ধারাবাহিক আয়োজনের মাধ্যমে সারাদেশে পরিচিত ও প্রশংসা লাভ করে সংগঠনটি।