নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ পৌরসভার পৌর মার্কেটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার জেলা অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার, টঙ্গীবাড়ী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, পৌরসভার জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হোসেন উজ্জ্বল, সহকারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মহসিন মুন্সী, আধারা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, পঞ্চসার ইউনিয়নের আমির মোঃ সামসুদ্দোহা বিশ্বাস প্রমুখ।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আ জ ম রুহুল কুদ্দুস বলেন, ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনায় যখন গোটা জাতি দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে শিশুদের জন্য দোয়া করছেন, জাতির এই দুর্যোগ মুহূর্তে কিছু কুচক্রী মহল তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। তারা মাথাচারা দিয়ে উঠতে চায়। কিন্তু এ দেশের তাওহীদি জনতাসহ সম্মিলিতভাবে আমরা তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তিনি দোয়া মোনাজাতের মাধ্যমে সকল নিহতদের শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।