নিজস্ব প্রতিবেদক : ঢাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীসহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর অগ্রণী সংঘ।
গতকাল মঙ্গলবার বিকালে উত্তর ইসলামপুর খেলার মাঠে অগ্রণী সংঘের খেলোয়াড় ও স্থানীয়দের অংশগ্রহণে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সদস্যরা বলেন, “বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”