নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন (৪০) গুরুতর আহত হয়েছে। গেল শনিবার রাত ১১টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে যান শিক্ষক আনোয়ার হোসেন। পরে ডাক্তার দেখানো শেষে আরাম গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। আরাম গাড়ি থেকে বালাশুর চৌরাস্তায় নেমে কোন যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটে ভাগ্যকুলের মান্দ্রা এলাকার ভাড়া বাড়িতে ফিরছিলেন শিক্ষক আনোয়ার হোসেন ও তার অসুস্থ স্ত্রী। পথে মান্দ্রা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ ও সুজনসহ অজ্ঞাত কয়েকজন যুবক তাদের পথরোধ করে ও শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় শিক্ষক আনোয়ার হোসেন প্রতিবাদ করলে মাদক কারবারি সবুজ শিক্ষক আনোয়ার হোসেনের হাতে ছুরিকাঘাত করে। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ শিক্ষক আনোয়ার হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাদক কারবারি সবুজ মান্দ্রা এলাকার বাবুল হাওলাদারের ছেলে ও সুজন ডি. এম হাওলাদারের ভাড়াটিয়া।
এ বিষয়ে মান্দ্রা গ্রামের বাসিন্দারা জানান, সবুজ ও সুজনসহ বেশ কয়েকজন বখাটে এ এলাকায় মাদক ব্যবসা ও সেবনসহ ছিনতাইয়ের সাথে জড়িত। রাত হলেই তারা দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে নানা অপকর্ম করে বেড়ায়। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন মহল। তা না হলে শিক্ষক আনোয়ার হোসেনের মতো আরও কারো জীবন হুমকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন সচেতন মহল।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ আরও তৎপর হবে।