নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের অন্তর্গত ভিটিকান্দি গ্রামের পশ্চিম পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে চরম অব্যবস্থাপনার শিকার। প্রতিদিন এই পথ ব্যবহার করে চট্টগ্রাম জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত শত শত শ্রমিক ও কর্মচারী হেঁটে এবং অটোরিকশায় যাতায়াত করে থাকেন। এছাড়া গ্রামবাসীর দৈনন্দিন চলাচলের জন্যও এটি একটি প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়।
সাম্প্রতিক টানা বর্ষণে ওই রাস্তাটির একাধিক স্থানে মারাত্মকভাবে ধসে পড়েছে। জেএমআই ইন্ডাস্ট্রির সীমানা প্রাচীর গলে বর্ষার পানি চুইয়ে চুইয়ে রাস্তায় প্রবেশ করে মাটির ক্ষয় সাধন করেছে। যার ফলে সড়কের ইট সরে গিয়ে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পথচারীরা এখন মারাত্মক ঝুঁকির মধ্য দিয়ে চলাফেরা করছেন। যে কোনো সময় গর্তে পড়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজীবীদের অফিসে সময়মতো পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছে। স্কুলগামী শিশুরাও প্রতিনিয়ত পড়ছে ঝুঁকির মুখে। রিকশা ও ভ্যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বর্ষার পানিতে রাস্তা পরিণত হয়েছে কাদার ভেলায়। এর ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস এবং ইউপি চেয়ারম্যানকে একাধিকবার অবহিত করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তবুও এখনো পর্যন্ত কোনও মেরামত বা প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এভাবে চলতে থাকলে বর্ষা শেষে এই রাস্তা দিয়ে হাঁটাও সম্ভব হবে না। দ্রুত সংস্কার দরকার।
ভিটিকান্দি গ্রামের জনগণ ও জেএমআই-তে কর্মরত কর্মচারীদের দাবি, অবিলম্বে রাস্তার মেরামত ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে সামনের মৌসুমে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।