নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের ফৌজদারী মামলা, আদালতে সাক্ষী হাজির করা, আইনি সমস্যা ও সমাধান বিষয়ে জেলা পুলিশের সাথে ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম, কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ। এসময় বক্তারা বিচারপ্রার্থী জনগণের সুবিধার জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সম্মেলনে জেলার বিভিন্ন থানার মামলা দায়ের ও নিষ্পত্তি এবং আইনের বিভিন্ন প্রক্রিয়ার বিষয়বস্তু প্রামাণ্য চিত্রে ধারণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি) আনোয়ারুল হক, পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্না সেঁজুতি, নুসরাত শারমিন, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহসহ জেলার অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা ও জেলা পুলিশ কর্মকর্তারা।
এসময় সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন জেলার বিভিন্ন থানার মামলা দায়ের, মামলার সাক্ষীর প্রতি নোটিশ ও আদালতে সাক্ষী উপস্থাপন করা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা পুলিশকে দিকনির্দেশনা দিয়েছেন।