নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে গ্রামীণ ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার এবং ২৮টি গ্রামীণ ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। এসময় তিনি ২৮টি ক্লাবের মাঝে ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করেন। এসময় ক্লাবের সদস্যগণ মাদক থেকে দূরে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।