শ্রীকান্ত দাস, আদালত প্রতিবেদক : মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম। অনুষ্ঠানে লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তাহমিনা হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মোঃ ফিরোজ কবির, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মোঃ তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান প্রমুখ। এসময় আদালতের অন্যান্য বিচারকগণ, জেলার অন্যান্য কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনা অর্থে মামলা পরিচালনা করার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় লিগ্যাল এইড অফিস রয়েছে। এখানে শুধু মামলা নয়, মামলা সংক্রান্ত জটিলতা বিষয় নিয়ে এখানে বিনামূল্যে আপোস মীমাংসা করা হয়। এছাড়াও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা স্মারক পেলেন অ্যাডভোকেট মোঃ হাফিজ উদ্দিন ও এডভোকেট পাপিয়া আক্তার নিলু।