নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে মাদকাসক্ত এক যুবক পারিবারিক কলহে ঘরের আঁড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াজ (২২)। নিহতের পিতা মোহাম্মদ ধলু খান জানান, তার ছেলে মাদকাসক্ত ছিলো। এ নিয়ে তাকে প্রায় গালাগালি করতেন। তার স্ত্রীকেও সে প্রায় মারধর করত। সম্পর্কে সে তার আপন মামাতো বোন। তার নাম জোসনা (১৯)। প্রায় গালিগালাজ করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে গতকাল সোমবার সকালে ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার বড় বোন তাসলিমা ও বড় ভাই তাজেল তাকে ঝুলন্ত অবস্থায় ধরাধরি করে নিচে নামান। পরে তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, পরিবারিক কলহের জের ধরে ঐ যুবক আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
মুন্সীগঞ্জে পারিবারিক কলহে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
আগের পোস্ট