নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যায় অংশ নেওয়া সন্ত্রাসীদের বিচারের দাবীতে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ের নিচে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ চত্বর। কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবলের সদস্য সচিব রায়হান কবির, ছাত্রদল সভাপতি আবুল হাশেম প্রমুখ।