নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে বাকি টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ী মাহিম সরকার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্বজনসহ গ্রামবাসী। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জের আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এসময় তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দাবি করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নিহত ব্যবসায়ী মাহিমের বাবা সবুজ সরকার ও মায়ের অভিযোগ, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গত ২৮ মে গভীর রাতে বাকি টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত হয় ব্যবসায়ী মাহিম সরকার (২০)। এ ঘটনায় নিহতের পিতা সবুজ সরকার বাদী হয়ে গত ২৯ মে অভিযুক্ত নাঈম শিকদারসহ দুইজনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে ঘটনার দিন প্রধান আসামী নাঈম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া অপর আসামী ইমরান এখনো পলাতক রয়েছে। এর ফলে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভুক্তভোগী পরিবারের মাঝে। এর প্রেক্ষিতে স্থানীয় গ্রামবাসী দ্রুত মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবীতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে দুই শতাধিক গ্রামবাসী, নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ মে গভীর রাতে মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে বাকি টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ব্যবসায়ী মাহিম সরকারকে (২০) ছুরিকাঘাত করে বখাটে নাঈম সিকদার। ঘটনার পর তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার ইসলামি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে মারা যায় মাহিম।