নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার মামলায় মোহাম্মদ লিটন (৪১) নামের একজনকে ৫ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নয়ন কাজি (২২), মোঃ পাভেল (২৪) ও আলামিন পিপলস (২৩) নামের তিনজনের প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। এসময় আসামীরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। দন্ডপ্রাপ্ত ৪ আসামীর বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, ২০১৮ সালের ২১ অক্টোবর সদর উপজেলার পূর্বশিলমন্দি গ্রামের আক্কাস আলীর বাড়ির উঠানে মাদক বেচাকেনার সময় পুলিশ ৪ আসামীকে গ্রেপ্তার করে। এসময় লিটনের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, নয়ন কাজির কাছ থেকে ৩ পিস ইয়াবা, পাভেলের কাছ থেকে ২ পিস ইয়াবা ও আলামিন পিপলসের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় সদর থানার এসআই মো. আসলাম হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা রুজুর পর আসামীদের আদালতে প্রেরণ করেন। বিচারিক আদালতে তিনজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীদের দোষী সাব্যস্ত করে বিচারক ওই রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোঃ বুলবুল আহম্মেদ। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, মাদক মামলায় ৪ আসামীকে কারাদন্ড ও অর্থদন্ডের রায় দিয়েছে আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।