নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় মারুফ শেখ (২২)
নামের এক আসামীকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোঃ বুলবুল আহম্মেদ। দন্ডপ্রাপ্ত আসামী মারুফ সিরাজদিখান উপজেলার সাতিয়ানতলী গ্রামের আবদুল হাই শেখের ছেলে। রায় দেওয়ার সময় আসামী অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার বেলতলী জোড়া ব্রিজ সংলগ্ন মা-বাবার দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলসহ পালানোর চেষ্টাকালে আসামী মারুফ শেখকে আটক করে র্যাব সদস্যরা। এসময় মারুফের অসন্তোষজনক আচার-আচরণ ও সন্দেহ হওয়ায় তাকে (ঢাকা মেট্রো ল ২১-১৮৫১ নম্বরের) মোটরসাইকেলসহ গ্রেফতার করে। আসামী চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকায় তার কাছে থাকা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি। এ ঘটনায় র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের এসআই সুশীল জীবন চাকমা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন।
আদালত সূত্র জানায়, ঐ মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীকে দোষী সাব্যস্ত করে বিচারিক আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন আদালতের দেয়া রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান।