নিজস্ব প্রতিবেদক : জিয়া পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আয়োজিত বর্ধিত সভা শেষে শিক্ষক নেতা মুহাম্মদ জাহাঙ্গীর খানকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি এডভোকেট মঞ্জুর মোর্শেদকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি পরবর্তী ৬ মাসের মধ্যে ২টি পৌরসভাসহ ৮টি ইউনিটের সম্মেলন শেষে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
এর আগে মুহম্মদ জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও এডভোকেট মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা কে এম মোশারফ হোসেন, পরিবহন ব্যবসায়ী মোঃ খালেক শিকদার, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মহিউদ্দিন আল মামুন, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, জয়নাল আবেদিন, মোঃ আলমগীর, প্রকৌশলী নুরুল ইসলাম সিয়াম, সেলিম হোসেন প্রমুখ।