সভাপতি এফ এম আরিফুজ্জামান দিদার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেছেন, জাতীয় পার্টির নেতৃত্বে একটি জোটের অপেক্ষায় রয়েছে জাতীয় পার্টি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকার দর্পণা কমিউনিটি সেন্টারে মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি এ এফ এম আরিফুজ্জামান দিদার ও মোঃ ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মো. জামাল হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব জানে আলম হাওলাদার, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক নেতা গোলাম কাদের, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান বাবুল, জাতীয় পার্টির মিরকাদিম পৌর কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন রাহাত, টঙ্গীবাড়ী জাতীয় পার্টির আহ্বায়ক দেলোয়ার হোসেন খান বাদল, জেলা জাতীয় পার্টির সদস্য রফিক উল্লাহ সেলিম, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. হাবিবুর রহমান সেলিম, মো. মোনায়েম হোসেন ভূইয়া প্রমুখ।