নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। তাই দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচীর উদ্যোগ নিয়েছে জেলা যুবদল।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা বলেন, সরকারের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন বিএনপি ও অঙ্গ সংগঠন যুবদলের নেতাকর্মীরা। তাই জেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিবেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবর রহমান দেওয়ান ও সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা।