নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপরে এটিএম বুথ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনের জোন প্রধান শিকদার মোঃ শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুন্সীগঞ্জ শাখার শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মুহম্মদ আমির হোসেনের সভাপতিত্বে মুন্সীরহাট ও মিনাবাজার এজেন্ট আউটলেট স্বত্ত্বাধিকারী মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল, মুন্সীগঞ্জ ফাইভারের স্বত্ত্বাধিকারী মোঃ মঈন মাসুদ, চরডুমুরিয়া ও বাংলাবাজার এজেন্ট আউটলেট স্বত্ত্বাধিকারী মোঃ জহির আহমেদ, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সভাপতি এড. জানে আলম প্রিন্স, মুন্সীগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোঃ ইসমাইল হোসেন, মুন্সীগঞ্জ শাখার এসপিও মোঃ ইউনুস মিয়া, মুন্সীগঞ্জ শাখার এসিস্ট্যান্ট অফিসার মস্তফা মঈনুদ্দিন তারেক, মোঃ মুজিবুর রহমান, ডা. আমিনুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফাইবার মেইল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ প্রমুখ।
মুন্সীরহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন
আগের পোস্ট