শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের পুরাতন খেলার মাটি নিয়মিত খেলাধুলার উপযুক্ত পরিবেশ করার লক্ষ্যে সংস্কার কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
গতকাল মঙ্গলবার বিকালে পুরাতন খেলার মাটি নতুন করে সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
মাঠের কাজ সংস্কারের উদ্বোধনকালে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন বলেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
তিনি এসময় আরো বলেন, বর্তমান সময়ে খেলার মাঠ দিনে দিনে কমছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও খেলাধুলার উপযোগী নয়। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাব খেলাধুলা কমিয়ে দিচ্ছে। আমি উপজেলা থেকে ৯ টন চালের বরাদ্দ দিয়ে মাঠটি সংস্কার করার চেষ্টা করছি, যাতে নিয়মিত খেলাধুলার উপযোগী হয়। কিছু ছাত্র সংগঠনের প্রতিনিধি আমার কাছে এই মাটি সংস্কার কাজের জন্য অনুরোধ করে। তারা আমাকে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন, লৌহজং সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম আকাশ, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, আহ্বায়ক সদস্য ফাহিম মাঝি, শিবলি সৌরভ, বেজগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসিফ খান ও সাধারণ সম্পাদক আবির হাসান মুন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সভাপতি ফয়সাল শেখসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
লৌহজংয়ে খেলার মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন ইউএনও নেছার উদ্দিন
আগের পোস্ট