নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় লৌহজং উপজেলার মালিরঅংক বাজার চৌরাস্তায় উপজেলা লং মার্চ সমবায় সমিতির আয়োজনে মানববন্ধন ও মালিরঅংক বাজার থেকে লৌহজং থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। কর্মসূচিতে বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া বাজারে থাকা বিভিন্ন ইসরায়েইলি পণ্য বিনষ্ট করে এবং সারা দেশবাসীকে ইসরায়েইলি পণ্য ক্রয় এবং ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। বাজারের ব্যবসায়ীদের ইসরায়েলের পণ্য আর মজুত না করার অনুরোধ করেন।
লৌহজং বেজগাঁও লং মার্চ সমবায় সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ মোঃ আল আমিন বেগ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন শিকদার, সাধারণ সম্পাদক মোঃ কাদির শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম খান, লৌহজং জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মোঃ জহির ইসলাম, সাইফুল ইসলাম জনি, মামুন হোসেন, হিরা ঢালী, মিথুন শিকদারসহ স্থানীয় এলাকাবাসী।