নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথার্থ ব্যবহার ও সাইবার অপরাধ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এর আগে তিনি স্কুলে মেয়েদের জন্য হারস্পেস বা মেয়েদের জন্য বিশেষভাবে তৈরি করা কক্ষ উদ্বোধন; যেখানে মেয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং একাধিক মেয়ে যে স্থানে সংঘবদ্ধ হতে পারবে এবং লৌহজং ডিজিটাল লাইগেশনের শুভ উদ্বোধন করেন। পরে তিনি সচেতনতামূলক সভায় বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস হেলাল ও মোঃ নূরুল ইসলাম সিয়াম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহমুদুর রহমান খন্দকার, সহকারী কমিশনার, মুন্সীগঞ্জ মোঃ খালেদ সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) লৌহজং আব্দুল্লাহ আল ইমরান, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রিংকু, আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন মাঝি ও মোঃ আব্দুল রাজ্জাক খান প্রমুখ।