শেখ মোঃ সোহেল রানা : শিক্ষক শুধু একটি বিদ্যালয়ের শিক্ষক নন, তিনি এলাকার সকলের শিক্ষক। একটি সন্তান যখন বিপথগামী হয়, তাকে শোধরাবার জন্য শুধু অভিভাবক নয়, শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে। শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন। আগামী প্রজন্মের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সকল বিভাগীয় অফিস প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহমুদুর রহমান খন্দকার, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১৯ জন নারী-পুরুষের মাঝে সুদমুক্ত ঋণ হিসেবে ৬ লাখ টাকা ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১২ জন ব্যক্তির মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকা যুব উন্নয়ন ঋণ বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ১০ জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং লৌহজংয়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ করে ছাত্রীদের জন্য হারস্পেস এর আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এর আওতায় আনা হয়েছে।