নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে এক কৃষকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও এলাকায় এ চাঁদা দাবীর ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক আজিবর খান বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান বিবাদী করে ড্রেজার রিপনসহ আরো ৩-৪ জন অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আজিবর খান পেশায় একজন কৃষক। একই এলাকার মৃত সেরাজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও পার্শ্ববর্তী সুফিগঞ্জ গ্রামের মৃত রফিক শেখের ছেলে ড্রেজার রিপন এলাকার চিহ্নিত চাঁদাবাজ হিসেবে ভুক্তভোগীর কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে এবং অস্ত্রের মুখে জিম্মি নগদ ১০ হাজার টাকা চাঁদা নেয়। ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগী নিজ বাড়িতে যাওয়ার পথে তার পথরোধ করে গিয়াস উদ্দিন ও ড্রেজার রিপনসহ অন্যান্যরা পুনরায় ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ১ সপ্তাহের মধ্যে চাঁদার টাকা না দিলে খুন-জখমের হুমকি প্রদান করে চলে যায় গিয়াস উদ্দিন গং।
এ ব্যাপারে অভিযুক্ত গিয়াস উদ্দিনের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগ তদন্তকারী অফিসার এস আই সালমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীনগরে কৃষকের কাছে চাঁদা দাবীর অভিযোগ
আগের পোস্ট