নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ক্রয়কৃত মোটরসাইকেলর বৈধ কাগজপত্র চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারীসহ ৬ জন আহত হয়েছে। গত রবিবার সন্ধ্যার দিকে উপজেলার হাঁসাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোঃ আনোয়ার খান (৪০), তার কন্যা মালা আক্তার (১৪), বড় ভাই দেলোয়ার খান (৫৫), ভাতিজি মুক্তা (২৮), ভাগিনা আকাশ (১৮), ভগ্নিপতি মজনু খান (৫৯), ভাবি আমেনা বেগমকে (৪৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার খান একই গ্রামের আব্দুল হালিম (৩৫), তায়মুন শেখ (২৪), নাঈম শেখ (১৮) আজগর আলীসহ (৫০) অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আব্দুল হালিমের কাছ থেকে ৫৫ হাজার টাকা মূল্যে পুরনো একটি মোটরসাইকেল ক্রয় করে আনোয়ার খান। বাইকটি আনোয়ার খানকে দিলেও এর কাগজপত্র দেওয়া হয়নি। আনোয়ার বাইকের কাগজ চাইলে হালিমের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনোয়ার খান বলেন, বাইকের কাগজ চাইলে হালিম শেখ তালবাহানা করে আসছিল। রবিবার ফের চাইলে হালিম দলবল নিয়ে বাড়িতে এসে আমাকে মারধর করে। পরিবারের লোকজন আমাকে বাঁচাতে আসলে আমার মেয়ে, ভাই, ভাবি, ভাতিজি, ভাগিনা ও দুলাভাইকে মারধর করে তারা। আব্দুল হালিম শেখের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মোটরসাইকেলের বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির কথা স্বীকার করেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মোঃ আশিক জানান, আনোয়ার খান থানায় অভিযোগ দায়ের করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।