নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁওয়ে দাওয়াতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে অত্র মাদ্রাসা ও এতিমখানার সভাপতি শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য আবুল কালাম কাননের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় মাদ্রাসাটিতে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আল্লামা মুফতি হাফীজুদ্দীন সাহেবের দোয়া পরিচালনার মাধ্যমে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ শেখ হুমায়ুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রগণ।
শ্রীনগরে দাওয়াতুল কুরআন ইসলামিয়া ও এতিমখানার উদ্বোধন
আগের পোস্ট