নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১০।
গতকাল সোমবার ভোররাত সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ডাক্তার মোখলেছুর রহমানের বাড়ির পিছনে বাগানে পরিত্যক্ত একটি ঘর থেকে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করে শ্রীনগর থানায় জমা দেওয়া হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, শ্রীনগর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।