নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকার হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তার পুত্র জাহিদ খানকে (৪০) রক্তাক্ত জখম করে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা জাহানারা বেগম বাদী হয়ে অভিযুক্ত তাপস, মিলন, সম্ভু, লিংকন, স্বপন ও মানিকের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, জাহিদ খানদের সাথে তাপসদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাপস গং প্রতিবেশীদের কাছে জায়গা পাওয়ার দাবী করলেও কোন সঠিক কাগজপত্র নেই। এ নিয়ে হামলার ঘটনা ঘটে।
জাহানারা বেগম বলেন, ৪০ বছর ধরে এখানে বসবাস করছি। অভিযুক্তরা বলে, জায়গা পাবে। কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে না। বাড়ির পাশে সীমানা নির্মাণ করা হলে তারা বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাপসের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে এসে আমার ছেলে জাহিদের ওপর হামলা চারায়। এতে ছেলের মাথা ফেটে যায়।
এ বিষয়ে জানতে চাইলে তাপস মোল্লার দাবী, আমরা কোন হামলা করিনি। তারাই আমার ছোট ভাই স্বপন মোল্লাকে মারধর করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহ্মদ জানান, অভিযোগ হাতে পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।