নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন বিএনপি বিশাল জনসমাবেশ করেছে।
গত শুক্রবার বিকেলে শ্রীনগর দোহার সংলগ্ন কাদিরের দোকান লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, সরকারের কাছে আমাদের দাবী, আপনারা বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে আপনাদের কথা রাখুন। আগামীতে বাংলার মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আবার এ দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। যুবকদের চাকরি হবে।
প্রধান বক্তা হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য মোঃ শহিদুল ইসলাম মৃধা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের জন্য তারেক রহমান যেহেতু আবদুল্লাহ ভাইকে পাঠিয়েছেন, তাই সিদ্ধান্ত একটাই -তা হলো তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কাড়াল, আযম খান, মোঃ আলী খান সাগর, নুর ইসলাম বেপারী, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, ফয়সাল আহাম্মদ রনি, এমদাদুল ইসলাম রজিন, আশরাফুল ইসলাম শুভ, যুবদলের যুগ্ম সম্পাদক শেখ মোঃ মাসুদ, কৃষকদলের সভাপতি শাহআলম, বাঘড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ।