নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিজান পরিবহন নামের বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, ষোলঘর বাসস্ট্যান্ডের ওভার ব্রীজের সামনে থাকার পরও নিচ দিয়ে পারাপারের চেষ্টা করে সে। এসময় ঢাকামুখী মিজান পরিবহনের বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের সদেস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০। তার পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।